Wednesday, August 3, 2022

তোমায় পাব না

 


প্ৰেম আসে মানুষের জীবনে

        আলো নিয়ে

আর প্রেম যখন চলে যায়

      কাউকে ফেলে

তখন কান্না যেন তাকে ছুয়ে যায়,

জানি আমি পাব না তোমায়

          তবুও বলি

তোমার ভালবাসা পাওয়ার জন্য

ভালবাসিনি তোমায়,,,, আমি

আমার ভালোবাসা তোমাকে

উজার করে দিবে বলে

ভালোবেসেছি,,,,, যদিও

জানি আমি তোমাকে

কখনোই পাব না ।।।



                         ✍️মনোৱার হোসেন(মুন

No comments:

Post a Comment

In process

অপ্রকাশিত ভালোবাসা

                        — ✍️ মনোয়ার হোসেন ( মুন)                                  “চাঁদের মতো চুপচাপ” প্রেম টেম করি না — তবু মনটা কারও নামে...