Showing posts with label Moon. Show all posts
Showing posts with label Moon. Show all posts

Monday, May 19, 2025

চোখের জলে লেখা গল্প

                       ✒️ মনোয়ার হোসেন (মুন)

যে স্বপ্ন ছিল মনে প্রাণে,
রাখতাম লুকিয়ে গোপন টানে,
একযুগ  কেটেছে শুধু
তারি ছবি আঁকতাম মনে।

হঠাৎ একদিন মেসেঞ্জারে
চললো কথা ক’টি স্নেহ ভরে,
মিষ্টি ভাষায় চাইল সে নম্বর,
মাথাটা গেল ঘুরে হঠাৎ করে।

তারপর শুরু অবহেলার খেলা,
বদলে গেল চেনা চেহারা,
রূঢ় ব্যবহার, বিষাক্ত বাণী
ফিকে করল সব রঙিন সোনা।

তবু একদিন হৃদয় বুঝে গেল,
ভালোবাসা শুধুই ছিল একলা,
মুছে দিলাম আমি সেই গল্প
চোখের জলে লেখা বর্ণমালা।

আর কখনো ডাকবো না রে
সেই ভুল ভালোবাসার পাখি,
যে হাওয়াতেই হারায় বাসা
সুখেই থাকিস… থাকিস ভালোই থাকি।




সারাংশ:
         এই কবিতায় কবি একজন একতরফা প্রেমিকের ব্যথা ও হৃদয়ের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন। দীর্ঘ একযুগ ধরে একজনকে চুপিচুপি ভালোবেসে আসছিলেন কবি। হঠাৎ একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা শুরু হলে সেই স্বপ্ন যেন বাস্তব হতে থাকে। কিন্তু কিছুদিন পর প্রিয়জনের আচরণ পাল্টে যায়—সে অবহেলা করে, কটুকথা বলে এবং কবির ভালোবাসার কোনো গুরুত্ব দেয় না। শেষমেশ কবি বুঝে যান, এই ভালোবাসা একতরফা এবং ভূল ছিল। তিনি সেই গল্প ভুলে যান এবং তাকে আর কখনো না ডাকবার প্রতিজ্ঞা করেন। কবিতার শেষ লাইনে কবি প্রিয়জনকে মনের গভীর থেকে বিদায় জানিয়ে শুভকামনা জানান।



শব্দ ও অর্থ:

স্বপ্ন – কল্পনা, আকাঙ্ক্ষা, হৃদয়ের চাওয়া
লুকিয়ে – গোপনে, আড়ালে
গোপন টানে – অজানা এক অন্তর্নিহিত ভালোবাসার আকর্ষণে
মেসেঞ্জারে – মেসেজ পাঠানোর অ্যাপ (যেমন: Facebook Messenger)
রুঢ় – কঠোর নিষ্ঠুর নির্মম
স্নেহ ভরে – ভালোবাসা ও মমতায়
মিষ্টি ভাষা – কোমল ও আকর্ষণীয় কথা
নম্বর – ফোন নম্বর
মাথাটা গেল ঘুরে – হতবাক হওয়া বা হঠাৎ আবেগে ভেসে যাওয়া
অবহেলা – অবজ্ঞা, গুরুত্ব না দেওয়া
রুঢ় ব্যবহার – কঠোর ও অসৌজন্যমূলক আচরণ
বিষাক্ত বাণী – কষ্টদায়ক বা অপমানজনক কথা
ফিকে করল – ম্লান করে দিল, রঙ হারিয়ে ফেলল
রঙিন সোনা – স্বপ্নময় সুন্দর স্মৃতি
হৃদয় বুঝে গেল – মন বুঝে ফেলল, উপলব্ধি করল
একলা ভালোবাসা – একতরফা প্রেম, যার কোনো প্রতিফলন নেই
মুছে দিলাম – ভুলে গেলাম, মনের মধ্য থেকে সরিয়ে দিলাম
বর্ণমালা – অক্ষর বা লেখা
চোখের জলে লেখা – কান্নায় ভেজা স্মৃতিময় লেখা
ভুল ভালোবাসার পাখি – প্রতারক ভালোবাসা, যে প্রেম টিকে থাকেনি
হাওয়াতেই হারায় বাসা – স্থির না থাকা, অল্পতেই ভেঙে যাওয়া
সুখেই থাকিস – তুমি ভালো থাকো
ভালোই থাকি – শান্তিতে থাকো, ভালো থাকো

Wednesday, December 27, 2023

পঢ়াৰ কথাত জীৱন গঢ়া












পঢ়া-পঢ়া পঢ়াই কৈ আছে পঢ়া
পঢ়া মনত থাকিব,যদি নালাগে খৰা,
ধিয়ান মনত বহিব লাগিব পঢ়াত
যুঁজিব লাগিব মিঠা-সুৰত ।

ৰোমান্টিক মূৰ লৈ পঢ়াত বহিলে
কেতিয়াও হ'ব নোৱাৰে পঢ়া,
ছাত্ৰ জীৱনত বিৰত থাকা প্ৰেমৰ পৰা
যদি জীৱনটো গঢ়িব বিচৰা।

পঢ়া-পঢ়া পঢ়াই কৈ আছে পঢ়া
পঢ়া মোক মিঠা সূৰত,
মনত গাঁথি দিম আপোন সূৰত
তথাপিও মোৰ কথাত জীৱনটো গঢ়া।।

                           লেখক:- মনোৱাৰ হোসেন (মুন)

Tuesday, June 13, 2023

উফ্ কি গরম !!

 

                      উফ্ কি গরম !!

রোদের জ্বালায় শুকিয়ে গেছে মেঘের মূল , 

কি আর করি গরমে লাগায় navratna cool

        ঠান্ডা ঠান্ডা কূল কূল ।


বসের ভিড়ে জীবন যখন মরার মত 

জানলা সিটের দখল নিয়ে 

যেতে চল্লাম রীতিমতো ।


যখন তখন তেষ্টা ভীষণ পাচ্ছে তাই 

হিসেব করে খুচরো সহ হাত বাড়াই 

বোতল ভরা ঠান্ডা পানীয়ে গলা ভেজাই 


ঠান্ডা পানীয়ে তেষ্টা যখন কামাই

তখন উফ্ কি গরম বলেই 

বাসের মধ্যে একটু খানি গুমাই ॥

Thursday, April 6, 2023

বৃষ্টির শেষে

                                        ✍️মনোৱাৰ হোসেন (মুন)


মেঘের দেশে বৃষ্টি অবশেষে
       রোদ চিকমিকে হাসে
 দেয়ালে সোনালি আলো হয়ে 
             দীপ্তি জ্বলে উঠে।

 বিলের পারে উঁচু রাস্তায়
       সেখানে ছাগল চরিল 
 সোনালি রং সূর্যের রশ্মি
        ওটা তুলে খেয়ে নিল।

 মেঘ কোথায় গেল, আবর্জনা গেল কোথায়?
               কচুর শাকে মুক্তা রৈল পাতায় 
 অন্যদিকে, একটি ঝিলমিল হৈয়া আছে
              কলার পাতায় বজ্রপাত ।

 এই সন্ধ্যা আর আসবে না
          পৃথিবী কহিনুর
 আনন্দ নিতে ভুলে যাই
           অনেক অনেক দূর।

Monday, April 3, 2023

আমার গ্রাম

                                 লেখক:-মনোৱার হোসেন (মুন)


পূর্ব সূর্য পশ্চিমে ডুবে 
 আমার এটি সুন্দর গ্রাম,
 সুখ শান্তিতে পরিপূর্ণ, বেদনাহীন
 এমন সৌন্দর্য কোথায় পাব?

 নয়ন ফিরিয়ে তাকালে
 দেখি আমার গ্রাম,
 গাছের সবুজ রং
 দাগে-মাঠে ধানে ভরা ।

 পশ্চিমের খোলা আকাশে
 মেঘেরা লুকোচুরি খেলে,
 অন্যদিকে রঙিন সাত রংধনু
 ঝিলমিল করে ।

 নিবাত জল, নীরব মনে 
 তুমি ছোট্ট বিল,
 কী ভাবছেন, কী করছেন
 রাখছেন কিসের মিল ?

Friday, March 31, 2023

মাহে রমজান








                                  ✍️মনোৱার হোসেন(মুন)


ওরে মুমিন-মুসলমান
ঐ দেখা যায় চাঁদে-চান
বছর ঘুড়ে এলো আবার
এই মাহে রমজান ।

চাঁদের হাসি আকাশ নীড়ে
খিলখিলয়ে হাসে
রোজা রাখো নামাজ পড়ো
আল্লাহ পাকের ভয়ে।

রোজা নিয়ে গবেষণায়
পেলাম সর্ব উক্তি,
হৃদরোগ, রক্তচাপ ও হাঁপানির মুক্তি
রাখলে রোজা হয়না কোনো ক্ষতি ।

পূন্য অনেক বেশি
করলে লালন
যত্নে পালন
আল্লাহ হবেন খুশি।

রাখলে রোজা
অনেক সোজা
হয়না কোনো বোঝা ।

মৃত্যু এসে ধরবে তোমার
প্রাণ পাখিকে ঘিরে
রোজা রেখে বোঝা কমাও
সঠিক পথে চলো,
কাজে কর্মে নবী-রাসূল
আল্লাহ আল্লাহ বলো ।


Monday, March 13, 2023

দেউতাৰ প্ৰতি পুতেকৰ আশা


                                        লেখক:-মনোৱাৰ হোমেন(মুন)


দেউতা দেউতা মোৰ এটা আশা

কিনি আনো এজোৰ জোতা ?

জাৰ কালিন বতাহ বুলিছে

প্ৰখৰ ঠাণ্ডাত উঠিছে ক্ প ।


দেউতা দেউতা মোৰ এটা আশা

দিয়া মোক হাজাৰ টকা,

হঠাৎ খং কিয় কৰিলা ?

দেউতা! তুমি তো এনে নাছিলা !!


দেউতা দেউতা মোৰ এটা আশা

 টকা আৰু নল'ও তোমালৈ,

 আশা নকৰোঁ মোৰ আৱেগিক মন

 তুমি ইমান খং কৰা বুলি।


দেউতা! জন্ম মোৰ তোমাৰ জন্য

কি বুলি ল'ম তোমালৈ টকা,

দেউতা! তুমি মোৰ অন্তৰত বিৰাজমান

 তোমাক যাতে কৰিব পাৰো সেৱা 

 এয়া মোৰ অন্তিম আশা।।

Sunday, March 12, 2023

মই তোমাৰ তুমি মোৰ

     

                          

:-মনোৱৰ হোসেন(মুন)

                       

কেনেকৈনো কওঁ

তুমিয়েইতো মোৰ হ’বা বুলি ৷

কেনেকৈনো কওঁ

তোমাৰ অবিহনে

মোৰ একোৱেই নাই বুলি ৷

..

আনৰ দৰে ..

হ’ব মই নোৱাৰোঁ ৷

আনৰ দৰে ..

কথাবোৰ ক’ব মই নোৱাৰোঁ ৷

..

তথাপিতো ক’ম মই

মইয়েতো তোমাৰ হ’ম বুলি ৷

তুমিয়েইতো মোৰ হ’বা বুলি ৷৷


Wednesday, March 8, 2023

হস্পিতালর দিনগুলো

                            
                                     - মনোৱাৰ হোমেন(মুন)


প্রশিক্ষণার্থী ফার্মাসিস্ট বন্ধু,

প্রশিক্ষণার্থী ফার্মাসিস্ট বন্ধুরা,

মনে আছে কি সেই দিনগুলো ?

মনে আছে কি সেই স্মৃতি দিনগুলো ?


হস্পিতালর দিনগুলো ফিরে কি আর আসে ,

বন্ধু আর বান্ধবীদের মুখগুলো যেন চোখে ভাসে !

স্মৃতিৰ থলিতে ওরাই সজীব রেখা ,

দুঃখ বড়ই হয়, যখন পাই না ওদের দেখা ।


আমাৰ ফোনের ভিতৰে নম্বরে তোদের ভরে নেব ,

বন্ধু তোদের অশ্রুধারায় আজকে বিদায় দেব ।

হোয়াটসএপে আইএমও তে থাকিস রে অনলাইন,

শেষের আবার শুরু আছে,এটাই হল আইন ।


স্যার আর ম্যাডামদের ও বিদায় জানিয়ে যাই ,

ফেসবুকেতে করব শেয়ার লাইক যেন পাই ;

চোখের সামনে শেষ হল হস্পিতালর ডিউটি ,

ছেড়ে গেল গোটা হস্পিতালর প্রশিক্ষণার্থী ফার্মাসিস্ট !

বিদায় হস্পিতাল বিদায় !!

Monday, February 6, 2023

ফামাৰ্চিষ্ট অ ফামাৰ্চিষ্ট

 

                                             ✍️মনোৱাৰ হোমেন(মুন)


ফামাৰ্চিষ্ট অ ফামাৰ্চিষ্ট

তুমি যে ফামাৰ্চিষ্ট পৰিছিলা

এবাৰ নিজকে উনকীয়াই চোৱা

তাৰ জেনো কি ফল পালা 

তোমাৰ ঘৰৰ কাষত আছেনে ফামাৰ্চিষ্ট নপঢ়া।

চাবা সি ঔষধ বিক্ৰী কৰি হৈ আছে মহাৰজা

এতিয়াতো মাথো তোমাক মানুহে কয় ফামাৰ্চিষ্টৱালা

এবাৰ নিজেই উনকীয়াই চোৱা,

দুদিনমান পিছত হ'ব কি তোমাৰ অবস্থা

সময় আছে বন্ধু, এতিয়াই জনা,

         ‌‌ 'নহলে'

এদিন চেলুনৰ দুকানী ও হ'বগৈ ফামাৰ্চিষ্টৱালা ।

Tuesday, November 8, 2022

মা

 


          মা

               লেখক:-মনোৱাৰ হোসেন


জগতৰ সকলো সুখ

মা অকল তোমাৰে ওচৰত পাওঁ,

মা তোমাৰ সমান এই দুনিয়ায়

আৰু যে কোনে ও নাই |


সুখে-দুঃখে মা তোমাৰ 

নাই যে কোনো তুলনা,

শিশুকালে মা তোমাৰ যতনে

আজি ইমান ডাঙৰ |


মা-মা তোমাৰ গৰ্বস্হানে যেনো 

মোৰ মাতৃভূমি,সেয়া মোৰ জানা,

সকলো কামত মায়েৰ দোৱা

অতি প্রয়োজন |


আল্লাহ কৈছে-নবী কৈছে

কৈছে গুণী-জ্ঞানীজন,

জন্নাত পাবলৈ মাতৃ সেৱা

মুছলিম ধৰ্মে কয় |


মা শব্দটি কিমান মধুৰ

জানিব লাগিব আমাৰ,

সময় থাকতে সকলোৰ মনত

থাকে যেনো সেয়া ভয় |


যতে ও যাও,উভতি শুধু

মা তোমাৰে ওচৰত যেন আহি,

সুখ তেতিয়াই দেখো,

মা-ও মা তোমাৰ মুখে যেতিয়া হাঁহি |||

দেবদাস

 


     দেবদাস

                   ✍️:-মনোৱাৰ হোসেন


কাক বিচাৰিনো আহিছিলো

এই পৃথিৱীলৈ ?

কাৰ মায়াজালত নো বন্ধী হৈ আছো

এই নিঠৰুৱা পৃথিৱীত |


যাৰ মায়াত বন্ধী হৈ আছিলো

সি যেন মোৰ মাজত আৰু নাই,

সি বেলেগ কৰোবাৰ হাঁতত হাত ৰাখি

গুচি যাব খজিছে,মোক অকলে এৰি 

এই মহো-মায়াৰ মাজত আৱদ্ধ কৰি |


সচাঁকৈয়ে তেওঁ মোৰ আছিলনে বাৰু ?

নে ই মাথন মায়াজাল,

নাযাবা নাযাবা মোক অকলে এৰি

এই মহো-মায়াৰ মাজত আৱদ্ধ কৰি

তুমি অবিহনে যে,মই দেবদাস ||

নাপাহৰা প্রেমিক

 


না
পাহৰা প্রেমিক

                 :- মনোৱাৰ হোসেন


মই নাপাহৰো মই নাপাহৰো

এবাৰেই তোমাক ভাল পাইছো মই,

পাহৰাৰ কোনো কথা নাই,

মই জানো মই তোমাক নাপাহৰো

মই জানো মই তোমাক ক'ব নোৱাৰো |


মাথন এই পৃথিৱীখনত তোমাকেই ভাল পালো

এই কথাটোকে কিমান বাৰ যে ক'লোঁ,

প্রেমৰ ধেমালিটো মই,

জীৱনত এবাৰেই খেলিছো

প্রেমক শ্রোদ্ধা কৰো মই,

দ্বিতীয় প্রেমিকক ভাল নাপাও মই |


তোমাক ভাল পাও প্রেমিক নামটো লৈ

তথাপিও তোমাক নাপাহৰো মই ||


=:=:=:=:=:=:=:=:=:=:==:=:=:=: :=:=



  👉বহু দিন পিছত হে মই তোমাক ক'ব পাৰিলো,তুমি হয়তো নাজানা মই তোমাক কিমান ভালপাও,কিন্তু আজি মই মোৰ জীৱনৰ প্রথম তোমাক কই মোৰ মনটো কেনে লাগিছে, "এই কবিতাটো মই নিজে লিখিছিলো তোমাৰ বাবে,,উত্তৰ তুমি দিবা কিন্তু,মই তোমাৰ উত্তৰৰ অপেক্ষাত থাকিলো ||

ফেচবুক প্ৰেম

 

ফেচবুক প্ৰেম

                      ✍️:-মনোৱাৰ হোমেন(মুন)

                           

ফেচবুকে আমি ফটো দেই

আমার নিজের জন্য নয়, সুধু তোমার জন্য

ঘন ঘন ফেচবুক দেখি

আমার নিজের জন্য নয়,সুধু তোমার জন্য

এখন pic upload করি 

স্ট্ৰীট লাইটের তলে থাকা পতিতার ম'তো

থাকি সুধু ,তোমার একটি likeৰ জন্য

পতিতা অধৈয্য হয়, একজন গ্ৰাহকের জন্য

আমিও অধৈয্য হৈ এটি মাত্ৰ like র জন্য

কে তুমি? তুমি জানোনা

অথচ তোমাক আমি জানি, তোমাক সবাই জানে

আমাক তুমিও জানো এবং আমাকেও সবাই জানে

জানো ! পতিতা , তুমি এবং আমি

তিনটার মাজেই মিল আছে

পতিতা আকাশ ভালোপাই, নীল আকাশ

আমি ভালো পাই কালো আকাশ !

তুমিও আকাশ ভালো পাও

তোমাকে ভালো পাই, আকাশের ম'ত বিশালের জন্য নয়

মাত্ৰ ঘন ঘন আকাশের ম'তো রং বদলানোর জন্য !

Like করলে বুজবো

তুমি বুজতেই পারো নি ৷ 

Comment করলে জানবো

তুমি বুজেও নাবুজের ভাও ধরছো !

Tag করে বোকামি করনা হা !

ভূমিকম্প

 

ভূমিকম্প

             -মনোৱাৰ হোসেন(মুন)

       

থৰ থৰ কৰি কঁপিছে মাটি 

কঁপিছে গোটেই দেশ,

এয়াই বুঝি ধংস হৈ যাব খুজিছে আমাৰ দেশ !


কঁপিছে পানী,কঁপিছে মানুহ, কঁপিছে ঘৰ-বাড়ি,

এতিয়াই হয়তো এৰি গুছি যাব লাগিব পৃথীবীৰ মৰম এৰি।


ডাঙৰ-ডাঙৰ দালানকোটা অট্রালিকাৰ পাহাৰ

এই বিলাক হল ভূমিকম্পেৰ একমাত্র আহাৰ।


ৰাস্তা ফাঁটি,মাটি ফাঁটি বৈছে পানীৰ সোত

অজস্র মানুহ আজি পথৰ ভিখাৰী হৈ বাস্তু ছাড়া।

ভূমিকম্পেৰ দমন-পীৰন বাৰিছে প্রতিদিন

ইয়াৰ কবলৰ পৰা আমি সকলোৱে আ-জীৱন নহব স্বাধীন?



ধিক্কার জীবনে পড়ার কষ্ট

           


   

ধিক্কার জীবনে পড়ার কষ্ট


  🖊️মনোৱার হোসেন(মুন)


কষ্ট নয়, আমার জীবন

কষ্ট, আমার মন,

কঠিন নয়,পড়া

কঠিন, আমার মন ।


বই নিয়ে পড়তে বসলে

মোবাইলটা টিপতে মন যায়,

বই নিয়ে পড়তে বসলে

রোমান্টিক প্রেম মনে পরে যায় ।।


চিন্তা, আমার নয়

চিন্তা, আমার মগজের,

পড়তে আমার বসতে হবে

পড়া আমার পড়তে হবে,

পরীক্ষা আমার দিতেই হবে

পাছ আমার করতেই হবে ।।।


কষ্টের ধিক্কার ছেড়ে দাও

পড়ার নমুনা হাতে নাও ।।।।

অনলাইন ক্লাস

 

অনলাইন ক্লাস

               লেখক:-মনোৱাৰ হোসেন(মুন)


খেলতাম ফোনে খেল

 সেখানে,এখুন করতে হয় পঢ়া-শুনা_____২

 উ'ফ___করনা ভাইরাজ

তুমি কি মহামারি খেলছো ।


কাণে এখুন ইয়ারফোন

চোখে লেগে গেলো চশমা___২

শিক্ষক লেপটোপের ভিতর

onlineখেলা খেলে,।।


P.D.F হলো এখুন কিতাপ

App হলো স্কুল,কলেজ,

Group, Meeting,Zoom হলো পাঠশালা

এটি একটি আচরিত খেলা।।।


এখুনতো শিক্ষকের কথা

direct নিজ কানে শুনতে পাই

Network যদি হয় বন্ধ মাজে মাজে

পরে নাম প্ৰেজেনের ভয় লেগে যায় মনে।।।।


সাথে না কনো বন্ধু,না কনো বেঞ্চ আছে পুরোনো

শ্রেণীকক্ষ,খেলপথার, লাক্স বক্স

হৈয়ে গেছে একটি গোলপের পাতা।।।


Am i honorable student

is may voice breaking

Am i honorable student

Is there any issues finding.


এরকম কিছু শব্দ

নিয়ে আসলো 2020 চনে

mute or unmute র secret game

আসলো অনলাইন ক্লাস এর সাথে,

ওয়াইফাই ইন্টারনেটের খরচ একটু বেড়েছে

ওয়াইফাই ইন্টারনেট এর খরচা এক্সট্রা বেড়েছে।।।


অনলাইন ক্লাস ভূত হয়ে

পিছনে পড়ে আছে,

এখন তো সপ্নেও পরীক্ষা ভেসে ওঠে

হেসে এসে ভয় দেখায়__২


       ‌ ::::::::----------++--------:::::::::::::

Wednesday, August 3, 2022

তোমায় পাব না

 


প্ৰেম আসে মানুষের জীবনে

        আলো নিয়ে

আর প্রেম যখন চলে যায়

      কাউকে ফেলে

তখন কান্না যেন তাকে ছুয়ে যায়,

জানি আমি পাব না তোমায়

          তবুও বলি

তোমার ভালবাসা পাওয়ার জন্য

ভালবাসিনি তোমায়,,,, আমি

আমার ভালোবাসা তোমাকে

উজার করে দিবে বলে

ভালোবেসেছি,,,,, যদিও

জানি আমি তোমাকে

কখনোই পাব না ।।।



                         ✍️মনোৱার হোসেন(মুন

Tuesday, August 2, 2022

বৰষুণ

 


আজি বৰকৈ তিতিলে

খেতিয়কৰ খৰাং হেঁপাহ

এতিয়া দুচকুত ভৰুণ কঠিয়াৰ ঘৰ

ভৰিত ছটফট মাছৰ লাহ-বিলাহ


ডাৱৰৰ ঠেঁহ ভাগোতে

আকাশমুৱা গছৰ চুবুৰিটো তিতে 

কেঁচা ঘাঁহৰ গা জুৰ পৰে

সেমেকি সেমেকি থাকে ৰাতিপুৱা


বৰষুণৰ গানত কি সুৰ, কি ৰাগ?

যি সুৰত নৈখন কাষচাপি আহে

শেলুৱৈ টোপনিৰপৰা সাৰ পায়

প্রতিছটা প্রাচীন শিল


কালি হাবিখনৰ সিপাৰে

খহি পৰা বেলিটো হেনো

আজি গোটেই দিনটো শুব।


                            লেখক :-মনোৱাৰ হোসেন

                      


Friday, July 29, 2022

আমার জীৱনের খেলা

 

আমি বাপের বড় ছেলে,মনোৱার
মনো মানে মন এবং war মানে যুদ্ধ,
নাময়ে হলো মন যুদ্ধর খেলা
কষ্ট আমার শুরু হোৱার বেলা ।।

ছোটো বেলাটা আজ খূব মনে পরছে
আগে ক'ত খেলা খেলতাম,
স্কুলে যেতাম,,আমার ম'ত অনেকের সাতে আড্ডা দিতাম,
আবার বারিত এসে পঢ়তে বসতাম,
পঢ়ার সময়,দুষ্টামী করলে বাবা-মায়ের মারও খেতাম
একটু খানি কষ্ট অনুভাৱ করতাম,তার পর,,
ঠিক আগের ম'ত,চিন্তাহীন মাথা নিয়ে গুমেয়ে পরতাম ।
না কনো টাকার বেজাল ছিলো,না কনো রাগ ছিলো,
আর এখুন মনে হয়,যদি ছোটোই থেকে যেতাম ।।।

আর এখুন টাকা,কষ্ট,রাগ,দূঃখ সৱ ভোক করতে লাগে,
কিন্তু পঢ়ার জীৱনে,কাওকে বলা এবং শোনার কনো নাই,
মাজ রাতে উঠে কেদে,আবার সকালে খুশি মনে চলা
এটাই বাবতাম ভালো,
এটাই মনে হয় ছাত্ৰ জীৱনের খেলা,
এখুন মনে হয় প্ৰভূই যদি টাকা এবং সৰ্ম্পূ্ন জ্ঞান দিয়ে মায়ের বুকে পাঠাতেন,
আজ হয়তো দূঃখ-কষ্ট মনে হতো না,
আমি জানিনা জীৱনের খেলা কবে শেষ হবে ।।।।

                                    ইতি,
                                         মনোৱার হোসেন,(মুন)




In process

অপ্রকাশিত ভালোবাসা

                        — ✍️ মনোয়ার হোসেন ( মুন)                                  “চাঁদের মতো চুপচাপ” প্রেম টেম করি না — তবু মনটা কারও নামে...