Monday, April 3, 2023

আমার গ্রাম

                                 লেখক:-মনোৱার হোসেন (মুন)


পূর্ব সূর্য পশ্চিমে ডুবে 
 আমার এটি সুন্দর গ্রাম,
 সুখ শান্তিতে পরিপূর্ণ, বেদনাহীন
 এমন সৌন্দর্য কোথায় পাব?

 নয়ন ফিরিয়ে তাকালে
 দেখি আমার গ্রাম,
 গাছের সবুজ রং
 দাগে-মাঠে ধানে ভরা ।

 পশ্চিমের খোলা আকাশে
 মেঘেরা লুকোচুরি খেলে,
 অন্যদিকে রঙিন সাত রংধনু
 ঝিলমিল করে ।

 নিবাত জল, নীরব মনে 
 তুমি ছোট্ট বিল,
 কী ভাবছেন, কী করছেন
 রাখছেন কিসের মিল ?

No comments:

Post a Comment

In process

অপ্রকাশিত ভালোবাসা

                        — ✍️ মনোয়ার হোসেন ( মুন)                                  “চাঁদের মতো চুপচাপ” প্রেম টেম করি না — তবু মনটা কারও নামে...