Thursday, December 4, 2025

অপ্রকাশিত ভালোবাসা


                        — ✍️ মনোয়ার হোসেন ( মুন)
                                 “চাঁদের মতো চুপচাপ”

প্রেম টেম করি না —
তবু মনটা কারও নামেই বাঁধা,
দূরে থেকেও যাকে দেখি
স্বপ্নের নরম কাঁচের ওপারে দাঁড়ানো ।

সে জানে —
আমার হৃদয়ের ভাঁজে ভাঁজে
তারই ছবি লুকানো,
তবু তার মনে
আমার জন্য কোনো দরজা খোলা নয় ।

আমি বলিনি কিছুই—
নীরবতায় যতটুকু বলা যায়,
তার হাসির ছায়া ধরে
দিনগুলো শুধু গুনেছি নিরালায় ।

ভালোবাসে না —
তবু অভিমান জাগে না মনে,
কারণ ভালোবাসা তো দাবি নয়,
এটা শুধু অনুভবের সুর
যা কারও হাতে বাঁধা পরে না কোনদিনে ।

হয়তো একদিন
সে বুঝবে এই নীরবতা কতটা গভীর ছিল—
ততদিন আমি থাকব
একতরফা ভালোবাসার 
নিঃশব্দ পাহারায় দাঁড়িয়ে ।

In process

অপ্রকাশিত ভালোবাসা

                        — ✍️ মনোয়ার হোসেন ( মুন)                                  “চাঁদের মতো চুপচাপ” প্রেম টেম করি না — তবু মনটা কারও নামে...