Wednesday, August 28, 2024

স্মৃতির স্কুল

স্মৃতির স্কুল
                           কলমে - মনোয়ার হোসেন ( মুন )

মনে পড়ে সেই প্রথম দিন,  
স্কুলে গিয়ে নতুন বন্ধু মিলন,  
মাথায় কল্পনার আভাস ছিল,  
স্কুলের প্রাঙ্গণ মনের মিলে মিলছিল।

স্কুলের সেই আনন্দময় দিন,  
বন্ধুদের সাথে গল্পের পর্ব,  
পড়ার মাঝে মিষ্টি আলাপ,  
শিক্ষকদের কড়া বকুনি, বেতের আঘাত।

মনে পড়ে টিফিনের মাঝে,  
মাঠে দৌড়, হাসির স্রোত,  
বাড়ির টিফিন ভাগাভাগি,  
বেঞ্চ বাজানো, মজার মোর।

স্মৃতির পথে হাঁটতে গিয়ে,  
ক্লাসরুম এখন নিস্তব্ধ,  
তবুও মনে পড়ে সেই দিন,  
যখন ছিল আনন্দের ঝলক বিনিময়।

No comments:

Post a Comment

In process

অপ্রকাশিত ভালোবাসা

                        — ✍️ মনোয়ার হোসেন ( মুন)                                  “চাঁদের মতো চুপচাপ” প্রেম টেম করি না — তবু মনটা কারও নামে...