Monday, May 19, 2025

প্রিয়, তুমি আমার হলে না

                     ✒️ মনোয়ার হোসেন ( মুন )

চেয়েছিলাম একজন মানুষ,
যে হতো আমার বিশ্বাস।
নিজের থেকেও বেশি যাকে,
দিতাম শ্রদ্ধা, ভালোবাসা।

এক যুগ ধরে ছিলাম অপেক্ষায়,
ভেবেছিলাম আসবে তুমি একদিন।
শুনেছিলাম কষ্টের ফল মেলে,
কই, আমার কষ্ট তো গেলো বিনা প্রাপ্তিতে।

তোমাকে ভাবতাম আপন করে,
রাখতাম হৃদয়ের মাঝে।
আজ বুঝলাম, তুমি ছিলে,
তবে কখনোই ছিলে না আমার।

তাতে কি আসে যায় প্রিয়,
ভালো থেকো যারই হও।
তোমার মুখখানি সযত্নে রাখবো,
আমার জীবনের পাতায় চিরকাল।



সারাংশ:
কবিতায় কবি একজন প্রিয় মানুষের প্রতি নিজের গভীর ভালোবাসা ও দীর্ঘ প্রতীক্ষার কথা তুলে ধরেছেন। তিনি আশা করেছিলেন, সেই মানুষটি একদিন তার জীবনে আসবে এবং হবেন তার বিশ্বাসের প্রতীক। কিন্তু শেষ পর্যন্ত সেই ভালোবাসা পূর্ণতা পায়নি। কবি বুঝতে পারেন, প্রিয় মানুষটি থাকলেও তিনি কখনোই কবির হয়ে ওঠেননি। তবুও কবি তাকে শুভকামনা জানিয়ে বলেন, তার মুখখানি তিনি আজীবন হৃদয়ে ধারণ করে রাখবেন।


No comments:

Post a Comment

In process

অপ্রকাশিত ভালোবাসা

                        — ✍️ মনোয়ার হোসেন ( মুন)                                  “চাঁদের মতো চুপচাপ” প্রেম টেম করি না — তবু মনটা কারও নামে...