Tuesday, October 14, 2025

"দক্ষিণের পথে"

                  ✍︎ মনোৱার হোসেন ( মুন )


দক্ষিণ দিকে যাইতে মানা,
সেই পথে তোর বাড়ী।
মন বলে যায়, যায় না থামা,
চলার পথে সুখ-দুঃখ ছাড়ী।

কেউ জানে না বন্ধু, আমার কথা,
তোর জন্য জীবন দিতে পারি।
সবার মধ্যে আমি একা,
তবুও তোর ভালোবাসা চাই।

দক্ষিণে তুমি, উত্তর আমি,
তবুও দূরত্ব নেই মনের মাঝে।
কষ্টের মাঝে এই আশা,
যতই থাকুক বাঁধা, তবুও ভালোবাসা।

অচেনা পথে, অজানা ডাকে,
তোর জন্য চলেছি, থামবো না আর।

No comments:

Post a Comment

In process

অপ্রকাশিত ভালোবাসা

                        — ✍️ মনোয়ার হোসেন ( মুন)                                  “চাঁদের মতো চুপচাপ” প্রেম টেম করি না — তবু মনটা কারও নামে...